প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

ভারতকে চ্যাম্পিয়ন করে সেরার স্বীকৃতি পেলেন শ্রেয়াস

article-img

আইসিসির মাসসেরার পুরস্কারটা ঘরেই থাকল। মার্চ মাসের ছেলেদের পুরস্কারটা জিতেছেন শ্রেয়াস আইয়ার আর মেয়েদের জর্জিয়া ভল। নিজ নিজ বিভাগে দুজনের আগের মাসে এই পুরস্কার জিতেছেন ভারতের শুবমান গিল ও অস্ট্রেলিয়ার অ্যালান কিং।

ছয় মাস পর জাতীয় দলে ফেরার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন শ্রেয়াস।

 

ওয়ানডের সর্বশেষ আট ইনিংসের মধ্যে ৭টিতেই চল্লিশর্ধ্বো ইনিংস খেলেছেন ভারতীয় ব্যাটার। যার মধ্যে মার্চ মাসের তিন ইনিংস হচ্ছে যথাক্রমে-৭৯, ৪৫ ও ৪৮। এমন দুর্দান্ত ছন্দে ব্যাটিং করেই চ্যাম্পিয়নস ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৩ রান করেই ভারতের চ্যাম্পিয়ন হওয়াতে অনবদ্য অবদান রাখেন মিডল অর্ডার ব্যাটার। তারই স্বীকৃতি স্বরূপ মার্চ মাসের সেরা হয়েছেন তিনি।

পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার জ্যাকব ডাফি ও রাচিন বরীন্দ্রকে।

 

দুর্দান্ত ছন্দটা আইপিএলেও ধরে রেখেছেন শ্রেয়াস। শুরু থেকে যথাক্রমে ৯৭*, ৫২*, ১০, ৯ ও ৮২- পাঞ্জাব কিংসের অধিনায়কের ইনিংসগুলোই তার প্রমাণ। আইসিসির পুরস্কার পেয়ে খুশি হয়েছেন ৩০ বছর বয়সী ব্যাটার, ‘আইসিসির মার্চ মাসের সেরার পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত।

 

এই স্বীকৃতি অবিশ্বাস্য, বিশেষ করে একই মাসে আমরা আইসিসির চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছি। মুহূর্তটা সারাজীবন মনে রাখব।’
 
টানা দ্বিতীয়বার ভারতের মাসসেরার পুরস্কারের বিপরীতে টানা চতুর্থবার পেয়েছেন অস্ট্রেলিয়া। নারী ক্রিকেটে সর্বশেষ চার মাসেই অস্ট্রেলিয়ার কোনো না কোনো ক্রিকেটারই এই পুরস্কার পেয়েছেন। মার্চ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫০, ৩৬ ও ৭৫ রানের ইনিংস খেলে এবার জিতেছেন জর্জিয়া।

 

পুরস্কার জিততে পেছনে জর্জিয়া ফেলেছেন জাতীয় দলের সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চেতনা প্রসাদকে। ২১ বছর বয়সী ব্যাটারের আগের তিন মাসের সেরা নারী ক্রিকেটার ছিলেন সাদারল্যান্ড (ডিসেম্বর), বেথ মুনি (জানুয়ারি) ও কিং (ফেব্রুয়ারি)।